ipl,RCB vs KKR and KKR won by 7 wickets

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্রথম ম্যাচে সিএসকের কাছে হেরেছল বেঙ্গালুরু। আরসিবি নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল। কেকেআর আবার শেষ ওভারে রুদ্ধশ্বাস ভাবে সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করে। ফলে দুই দলই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এই ম্যাচে খেলতে নামছে। এই ম্যাচে মূল ফোকাসে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। দ্বিতীয় ম্যাচে জয়ে ধারা বজায় রাখল কলকাতা নাইট রাইডার্স। চিন্নাস্বামীতে আরবিসির বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল কেকেআর। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলল আরসিবি।কোহলি ৫৯ বলে ৮৩ রান করলেন, তাঁর ইনিংসে ছিল চারটি করে চারটি ছক্কা। বেঙ্গালুরুর বাকি ব্যাটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল (১৯ বলে ২৮) ও ক্যামেরন গ্রিন (২১ বলে ৩৩) করেছেন । রাসেল ও রানা দুটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে পর্যন্ত ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। নাইটদের হয়ে নারিন ৪৭, ভেঙ্কটেশ আইয়ার ৫০ রান করেন। ২ ম্যাচে ২টিতেই জয় পেয়ে লিগে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। সিএসকের পরেই নাইটরা। চলতি আইপিএলে প্রথম দল হিসাবে অ্যাওয়ে ম্যাচে জয় পেল কেকেআর।