ipl,RR vs DC and RR won by 12 run

ম্যাচের প্রথম ইনিংসে ঋষভ পন্তকে স্তস্তির নিঃশ্বাস ফেলতে দেননি রিয়ান পরাগ। এর পরে শেষ ওভারে আবেশের বোলিং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই নিয়ে পরপর দুই ম্যাচে জয় পেল রাজস্থান। এদিকে পন্তের প্রত্যাবর্তন একেবারেই সুখের হল না। আইপিএলের ২০২৪ মরশুমের প্রথম দুই ম্যাচেই মুখ থুবড়ে পড়ল দিল্লি। জিততে হলে শেষ দুই ওভারে দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল ৩২ রান। টি-টোয়েন্টি ম্যাচে এই রান করাটা কঠিন কিছু ছিল না। ১৯তম ওভারে সন্দীপ শর্মাকে পিটিয়ে ১৫ রান নেন ত্রিস্তান স্টাবস। শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১৭ রান। আবেশ খান বল করতে আসেন ২০তম ওভারে। প্রথম বলে ১ রান হয়। দ্বিতীয় বলে কোনও রান হয়নি। তৃতীয় বলে হয় ১ রান। তিন বলে ২ রান হয়। বাকি তিন বলে দরকার ছিল ১৪ রান। তবে আবেশ শেষ তিন বলে দেন যথাক্রমে ১, ০ এবং ১ রান। ১২ রানে জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস।