ipl, GT vs PBKS

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর ১৭ তম আসরের ১৭ তম ম্যাচে ছক্কার একটি ট্রিপল সেঞ্চুরি সম্পন্ন হয়েগেল। আইপিএল-এর ইতিহাসে এটি একটি বড় রেকর্ড। এর আগে আইপিএল-এর কোনও মরশুমে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি।আইপিএল ২০২৪-এ রানের প্রবল বৃষ্টি হচ্ছে। আর রানের বৃষ্টি হবে আর ছক্কার রেকর্ড হবে না তাও হয় নাকি। আইপিএল-এর ১৭তম মরশুমে রানের বৃষ্টি সঙ্গে সঙ্গে ছক্কার ঝড়ও উঠেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর ১৭ তম আসরের ১৭ তম ম্যাচে ছক্কার একটি ট্রিপল সেঞ্চুরি সম্পন্ন হয়েগেল। আইপিএল-এর ইতিহাসে এটি একটি বড় রেকর্ড। এর আগে আইপিএল-এর কোনও মরশুমে এত কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। এই রেকর্ডই বলে দিচ্ছে আইপিএল-এর চলতি মরশুমে ব্যাটারদের তুলনায় বোলাররাই একটু বেশি চাপে রয়েছেন। সেই কারণেই প্রচুর রান হজম করতে হচ্ছে তাদের।এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুইবার স্কোর বোর্ডে ২৫০-র বেশি রান উঠেছে। একবার সানরাইজার্স হায়দরাবাদ অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এমনটা করেছে। এবারের আইপিএল-এ ব্যাটাররা যখন তাণ্ডব চালাচ্ছেন, তখন বোলাররা বেশ চাপে রয়েছেন। যদিও বোলারদের জন্য ওভার প্রতি দুটি বাউন্সার রাখা হয়েছে, তবু সব দেখে মনে হচ্ছে এবারের টুর্নামেন্টে বোলারদের টেক্কা দিচ্ছেন ব্যাটাররাই।