ipl RR vs GT

Sanju Samson: রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের আজ মাইলস্টোন ম্যাচ। আইপিএলে অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ খেলতে নামছেন তিনি। মাইলফলক ম্যাচে অবশ্য টস ভাগ্য সঙ্গ দিল না সঞ্জুর। ঘরের মাঠে শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে গেলেন সঞ্জু স্যামসন।সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস একমাত্র টিম, যারা এ বারের আইপিএলে (IPL) একটি ম্যাচেও হারের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে আইপিএলের বাকি ৯ ফ্র্যাঞ্চাইজি হয়তো অপরাজিত রাজস্থানকে থামানোর জোর ছক কষছে। জয়পুরে পঞ্চম জয়ের লক্ষ্যে নামবে সঞ্জুর পিঙ্ক আর্মি। হারের হ্যাটট্রিকের সামনে থাকা গুজরাট টাইটান্স (Gujarat Titans) কি পারবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জয়রথ থামাতে? জানতে হলে আজ নজর রাখতে হবে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে। সন্ধের দিকে বৃষ্টি হচ্ছিল জয়পুরে। তবে ওয়ার্ম আপের আগেই বৃষ্টি থেমে যায়। দুই দলের ক্রিকেটারদের ওয়ার্ম আপ করতে সমস্যা হয়নি। কিন্তু নির্ধারিত সময়ে টস হয়নি। কারণ টসের আগে ফের বৃষ্টি শুরু হয়।টসের পর গুজরাটের অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। যদি ম্যাচের মাঝে বৃষ্টির কারণে বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে রান তাড়া করাটাই ভালো। একাদশ সহজে বাছতে পারিনি। কারণ বেশ কয়েকজন ক্রিকেটার চোটে কাবু। কেন উইলিয়ামসনের জায়গায় একাদশে ম্যাথু ওয়েড এসেছে। শরথের জায়াগায় এসেছেন মনোগর। শেষ ২টো ম্যাচে আমরা ভালো জায়গাতেই ছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি। কঠিন পরিস্থিতিতে ম্যাচ শেষ করাটাই আসল। আমি যখন ব্যাটিং করি সেই সময় নেতৃত্ব নিয়ে ভাবি না। আর নেতৃত্ব দেওয়ার সময় প্লেয়ারদের বুস্ট করা, আত্মবিশ্বাস জোগানো প্রয়োজন বলে মনে করি।’