ipl,GT vs DC

আইপিএলে মোট ৩ বার মুখোমুখি হয়েছে দুটো দল। তার মধ্যে ২ বার জিতেছে গুজরাত টাইটান্স। অন্য়দিকে ১ বার জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাত টাইটান্সের জার্সিতে এই ম্য়াচে ফিরতে পারেন ডেভিড মিলার। তিনি ফিরলে তা কিন্তু বাড়তি প্লাস পয়েন্ট হবে দলের জন্য। সেক্ষেত্রে হয়ত নূর আহমেদকে বসানো হতে পারে। শাহরুখ খানকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলানো হতে পারে। দিল্লি ক্যাপিটালস হয়ত আগের ম্য়াচের একাদশে কোনও বদল আনবে না। সেক্ষেত্রে অভিষেক পোড়েলকই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে ফের। মিচেল মার্শকে এই ম্য়াচেও পাবে না দিল্লি শিবির। ফলে ওয়ার্নার, পৃথ্বী ও পন্থের ওপরই কিন্তু দায়িত্ব বাড়বে। বোলিং লাইন আপে মুকেশ কুমার ফেরায় কিছুটা ধার বাড়বে। এছাড়া দিল্লির মিডল অর্ডারে ট্রিস্টান স্টাবের ধারাবাহিক পারফরম্য়ান্স দিল্লি ম্য়ানেজমেন্টকে আশাবাদী রাখবে।