ipl,KKR vs LSG

Kolkata Knight Riders vs Lucknow Super Giants লখনউ সুপার জায়ান্টস আজ ইডেনে খেলবে তাদের সবুজ মেরুন জার্সিতে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির মালিকানা এক। ইডেনে গত বারও সবুজ মেরুন জার্সিতে খেলেছিল লখনউ। এ বারও তাই। গ্যালারিতে কলকাতা নাইট রাইডার্সের সমর্থনের পাশাপাশি লখনউয়েরও থাকবে। বোঝা কঠিন হতে পারে, আদৌ কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচ তো! এ বার অবশ্য অন্য একটা পার্থক্য রয়েছে। ইডেন গার্ডেন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ। যদিও কিছু ক্ষেত্রে দেখা যায়, হোম ম্যাচেও গ্যালারি শুধু কেকেআরের দখলে থাকে না। মহেন্দ্র সিং ধোনি ইডেনে খেলতে এলে, গ্যালারির দখল মাহির দখলে। তেমনই বিরাট, রোহিতের ক্ষেত্রেও। এ বার অবশ্য কোনও এক ব্যক্তির জন্য নয়। টিম বনাম টিম। ইডেনে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। একদিকে, লখনউ টিম ম্যানেজমেন্ট যেমন গৌতম গম্ভীরের মানসিকতা, ‘পরিকল্পনা’ সম্পর্কে ধারনা রাখেন, অন্য দিকে, গৌতম গম্ভীরেরও তাদের সম্পর্কে সব জানা। কিন্তু সাংবাদিক সম্মেলনে গম্ভীরের সেই বার্তা, ‘কে সেরা পরিকল্পনা প্রস্তুত করছে সেটা আসল নয়, মাঠে নেমে কে সেরা পারফর্ম করছে, সেটাই আসল।’ প্লেয়ারদেরও হয়তো এই বার্তা দিয়ে রেখেছেন গম্ভীর!