ipl 2024,RR vs MI and RR won by 9 wickets

প্রাথমিক ধাক্কা সামলে জয়পুরে রাজস্থান রয়্যালসের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও হোমটিম পালটা ব্যাট করতে নামলে চেপে ধরতে পারেননি হার্দিক পান্ডিয়ারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে আইপিএল ২০২৪-এর প্লে-অফের দোড়গোড়ায় পৌঁছে যায় রাজস্থান। সোয়াই মান সিংহ স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া। যদিও ক্যাপ্টেনের সিদ্ধান্তকে প্রাথমিকভাবে মর্যাদা দিতে পারেননি রোহিত শর্মারা। মাত্র ২০ রানে টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট হারিয়ে বসে মুম্বই। দলগত ৫২ রানে তারা চার উইকেট খুইয়ে কোণঠাসা হয়ে পড়ে। রোহিত শর্মা ৬ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন। খাতা খোলার আগেই ইশান কিষানকে সাজঘরে ফেরান সন্দীপ শর্মা। ১০ রান করে সন্দীপের দ্বিতীয় শিকার হন সূর্যকুমার যাদব। ২৩ রান করে মহম্মদ নবি যুজবেন্দ্র চাহালের ২০০তম আইপিএল শিকার হন। চার নম্বরে ব্যাট করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন তিলক বর্মা। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৬৫ রান করে সাজঘরে ফেরেন। ৪৫ বলের ইনিংসে তিলক ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন নেহাল ওয়াধেরা। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪৯ রানের মারকাটারি ইনিংস খেলে ডাগ-আউটে ফেরেন।