ipl 2024 ,SRH vs RR and SRH won by 1 run

টানটান রুদ্ধশ্বাস ম্যাচ। হতে হতে হল না এবারের আইপিএলের প্রথম সুপার ওভার। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে লিগ টপার রাজস্থান রয়্যালসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ১ রানে জয় পেল প্যাট কামিন্সের দল। দলকে জয়ের মুখে এনেও শেষ বলে জয় এনে দিতে পারলেন রভম্যান পাওয়েল। শেষ বলে উইকেট নিয়ে হিরো হলেন ভুবনেশ্বর কুমার। সানরাইজার্সের দেওয়ার ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান থামল ২০০০ রান। মরশুমের দ্বিতীয় হারের স্বাদ পেল সঞ্জু স্যামসনের দল। ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এদিন শুরুটা স্লো হলেও শেষ ১০ ওভারে ঝোড়ো ব্যাটিং করে অরেঞ্জ আর্মি। শুরুতে ৪৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ট্রেভিস হেড। অভিষেক শর্মা ও অনমলপ্রীত সিংরা রান পাননি। নীতিশ কুমার রেড্ডি ও ট্রেভিস হেডের ৯৬ রানের পার্টনারশিপ করেন। এদিনও মারকাটারি ব্য়াটিং করে নীতিশ কুমার রেড্ডি। ৪২ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তরুণ ব্যাটার। শেষের দিকে ১৯ বলে ৪২ রান করেন হেনরিক ক্লাসেন। নীতিশ ও ক্লাসেনের অপরাজিত ৭১ রানের পার্টনারশিপের সৌজন্যে ২০ ওভারে ৩ উইকেটে ২০১ করে এসআরএইচ