ipl 2024,PBKS vs RR

পঞ্জাবের পরিস্থিতি অনেকটা উল্টো। এ মরসুমে তারা ধারাবাহিক নন। কঠিন ম্যাচ জিতেছে। আবার অনেক ম্যাচ জয়ের সামনে থেকে হার। গত ম্যাচটিই যেমন। শেষ দিকে অবিশ্বাস্য লড়াই করেন দুই তরুণ তুর্কি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। যদিও সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের সীমানা পেরোতে পারেনি। মাত্র ২ রানে হার পঞ্জাবের। দু-দল, দু-রকম পরিস্থিতি। ঘরের মাঠে আজ ফের নামছে পঞ্জাব কিংস। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। কয়েক দিন আগে অবধিও টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দিল ছিল রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচেও ৩৬ ওভার রাজস্থানের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। শেষ দিকে অবিশ্বাস্য ব্যাটিং রশিদ খানের। কার্যত রাজস্থানের মুখের গ্রাস কেড়ে নেন। ম্যাচ শেষে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন টার্নিং পয়েন্ট খুঁজে পাচ্ছিলেন না। এমনটা হওয়ারই কথা। শেষ দিকে ম্যাচ পুরোপুরি ঘুরে যাবে যেন প্রত্যাশা করেননি রাজস্থান অধিনায়ক।পঞ্জাবের পরিস্থিতি অনেকটা উল্টো। এ মরসুমে তারা ধারাবাহিক নন। কঠিন ম্যাচ জিতেছে। আবার অনেক ম্যাচ জয়ের সামনে থেকে হার। গত ম্যাচটিই যেমন। শেষ দিকে অবিশ্বাস্য লড়াই করেন দুই তরুণ তুর্কি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। যদিও সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের সীমানা পেরোতে পারেনি। মাত্র ২ রানে হার পঞ্জাবের। ধাওয়ানদের নতুন হোম গ্রাউন্ডে ব্যাটিং পিচ। বোলারদের প্রবল চাপে পড়তে হয়। তবে এই মাঠেই বোলাররা গত ম্যাচে অধিকাংশ সময় রাজত্ব করেছে। পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে নজর থাকবে পেসারদের দিকেই। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের তরুণ পেসার কুলদীপ সেন অনবদ্য একটা স্পেল করেন। স্লগ ওভারে অবশ্য হতাশ করেছিলেন। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের ক্ষেত্রেও তাই। আইপিএলের সব ভেনুর মধ্যে এই মাঠেই পাওয়ার প্লে-তে পেসারদের দাপট বেশি। পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে পাওয়ার প্লে-তেই অনেক কিছু ডিপেন্ড করবে। টানা জয় থেকে একটা হারে রাজস্থান রয়্যালসের মানসিকতায় কতটা ধাক্কা দিয়েছে, পঞ্জাব তার সুযোগ নিতে পারে কিনা সেদিকেই নজর।