icc 2024 match 19,IND vs PAK and IND won by 6 run

রবিবার নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োডন করা হয়। এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রানে অলআউট হয়ে যায়। এরপর পাকিস্তান ক্রিকেট দল ব্যাট হাতে শুরুটা বেশ ভালোই করেছিল। কিন্তু, মিডল ওভারে একের পর এক উইকেট হারিয়ে তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। আর শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া ৬ রানে জয়লাভ করেছে। ইতিপূ্র্বে বাবর আজমরা আমেরিকার বিরুদ্ধে হেরে গিয়েছিল। আর রবিবার ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর তাদের সামনে সুপার এইটে ওঠার দরজাই যে কার্যত বন্ধ হয়ে গেল, তা বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে তাদের শুধুমাত্র পরবর্তী দুটো ম্যাচ জিতলেই হবে না, আমেরিকার হারের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে।এই ম্যাচে ভারতীয় ব্যাটিং ব্রিগেডের উপরে কার্যত রোলার চালিয়ে দিল পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট। বৃষ্টির কারণে উইকেটে এমনিই আর্দ্রতা ছিল। আর সেটাকেই কাজে লাগালেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। তিনি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আর বাবরের এই সিদ্ধান্ত যে সঠিক, সেই সিলমোহর লাগালেন দলের পেসাররা। তিনটে করে উইকেট শিকার করলেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। জোড়া উইকেট শিকার করলেন মহম্মদ আমির। এছাড়া একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। আর পাক পেসারদের এই দাপটে টিম ইন্ডিয়া মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায়।