icc 2024 match 26,WI vs NZ and WI won by 13 run

টি২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের। কিছুটা অপ্রত্যাশিতভাবেই তাঁরা ছিটকে গেলেন এবারের টি২০ বিশ্বকাপের মঞ্চ থেকে। অঙ্কের নিরিখে এখনও সুযোগ থাকলেও মাস্ট উইন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরে গেল ব্ল্যাক ক্যাপসরা। আর সেই কারণেই তাঁদের সুপার এইটের রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়াতে গেলে ক্যারিবিয়ানদের বিপক্ষে জিততেই হত কেন উইলিামসন, গ্লেন ফিলিপসদের। কিন্তু ডু অর ডাই ম্যাচে হেরে বসলেন ট্রেন্ট বোল্ট, লকি ফারগুসনরা। ওয়েস্ট ইন্ডিজ দল এই জয়ের সঙ্গে সঙ্গেই সুপার এইট নিশ্চিত করে ফেলল। আফগানিস্তান নিজেদের পরের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারাতে পারলেই, সুপার এইটে পৌঁছে যাবে।১৫০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তেমন বড় পার্টনারশিপ করতে পারলেন না নিউজিল্যান্ড ব্যাটাররা। তাঁদের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে, নাসাউ কাউন্টিতে হলে তাও মানা যেত। কিন্তু সেখানেও পরপর দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা ডোবাল কেন উইলিয়ামসনের দলকে। ওপেনার ডেভন কনওয়ে বড় রান পাননি। আরেক ওপেনার ফিন অ্যালেন করেন মন্থর গতিতে ২৩ বলে ২৬ রান। অধিনায়ক উইলিয়ামসন ১, রাচিন রবীন্দ্র ১০ এবং ড্যারিল মিচেল ১২। ম্যাচের ভাগ্য তখনই বোঝা গেছিল যখন ৬৩ রানেই পাঁচ উইকেট হারায় কিউয়িরা, তাও একাই লড়াই চালিয়ে গেছিলেন গ্লেন ফিলিপস। তবে ৩৩ বলে তাঁর ৪০ রানের ইনিংস কাজে লাগল না। চার উইকেট নিলেন উইন্ডিজের আলজারি জোসেফ, তিন উইকেট নিলেন স্পিনার গুড়াকেশ মোতি