আফগানিস্তান এদিন অজিদের হারিয়ে ইতিহাসই লিখে ফেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম জয়ের রেকর্ড করেছেন রশিদ খানরা। সেই সঙ্গে ২০২৪ টি২০ বিশ্বকাপের সেমিতে ওঠার আশাও বাঁচিয়ে রাখল আফগানরা।
অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ বিশ্বকাপে সুপার আটের গ্রুপ ওয়ানের লড়াই জমিয়ে দিল আফগানিস্তান। পুরো সমীকরণটাই ওলটপালট করে দিলেন রশিদ খানরা। এখন গ্রুপ ওয়ানের যা অবস্থা, তাতে শেষ ম্যাচের উপরই নির্ভর করবে চার দলের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য।ভারত ২টি ম্যাচ খেলে ২টিতেই জিতেছে। তা বলে, চার পয়েন্ট নিয়ে তারাও যে সেমির জন্য যোগ্যতা অর্জন করেছে এমনটা নয়। কারণ এখনও চার পয়েন্টে পৌঁছতে পারে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। দুই দলই ২টি করে ম্যাচ খেলেছে। দুই দলের পয়েন্ট দুই করে। এই গ্রুপের শেষ ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান-বাংলাদেশ মুখোমুখি হবে। এই গ্রুপে একমাত্র বাংলাদেশই দুই ম্যাচ খেলে ২টিতেই হেরেছে। তাদের ভাঁড়ার শূন্য। গ্রুপের শেষ ম্যাচে অজিরা যদি ভারতকে হারায় এবং আফগানরা হারিয়ে দেয় বাংলাদেশকে, তবে তিন দলের পয়েন্ট হবে চার করে। সেক্ষেত্রে নেট রানরেট বড় ভূমিকা পালন করবে।