খুলনা টাইগার্সের ব্যাটসম্যানরা যে রান এনে দিয়েছিলেন, সেটি টপকানো এমনিতেই কঠিন ছিল ঢাকা ক্যাপিটালসের জন্য। তার ওপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওই বোলিং!
কিন্তু ম্যাচটা ঢাকার যতটা বাজেভাবে হারার শঙ্কা ছিল, ততটা বাজেভাবে তারা হারেনি। কারণ, ‘থিসারা পেরেরা শো’। অধিনায়ক থিসারা পেরেরার ঝোড়ো সেঞ্চুরিতে শেষ দিকে লক্ষ্যের অনেকটাই কাছে চলে গিয়েছিল ঢাকা। খুলনার ৮ উইকেটে ১৭৩ রানের জবাবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান। হার মাত্র ২০ রানে। তিন ম্যাচে ঢাকার এটি টানা তৃতীয় হার, খুলনার দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় জয়।
মিরাজের বোলিংয়ের সামনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মাত্র ৪১ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল বড় হারের দিকেই এগোচ্ছে ঢাকা। কিন্তু এরপর স্বদেশি সতীর্থ চতুরাঙ্গা ডি সিলভাকে নিয়ে যেন নতুন করে লড়াই শুরু করেন অধিনায়ক থিসারা। আর একটিও উইকেট পড়তে না দিয়ে দুজনে ম্যাচ নিয়ে যান শেষ ওভার পর্যন্ত।