ipl,CSK vs MI

আইপিএলের সবচেয়ে সফল দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। গত ১৬ আসরের মধ্যে ১০টি শিরোপাই তাদের ঘরে গিয়েছে। চলতি মৌসুমে প্রথমবার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল দুটি। মুম্বাইয়ের হোম ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে তারা। তবে ব্যাটিংবান্ধব এই উইকেটে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান কেমন করেন, ক্রীড়াপ্রেমীদের সেদিকেই বাড়তি নজর থাকবে।৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার তিনে এম এস ধোনির দল। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে সাতে মুম্বাই। সবশেষ ২ ম্যাচে হোম ভেন্যুতে জয়ে বাড়তি আত্মবিশ্বাসী মুম্বাই। এদিকে চলতি আসরে এখন পর্যন্ত হাইস্কোরিং সব ম্যাচ দেখেছে ওয়াংখেড়ে। সবশেষ বেঙ্গালুরুর দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ১৫ দশমিক ৩ ওভারেই পার করেছে মুম্বাই। একই মাঠে দিল্লির বিপক্ষে ২৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল মুম্বাই। ছোট মাঠ এবং কুইক আউটফিল্ড এই রান করাতে সহজ করেছে। অন্যদিকে দলের জয়ে বরাবরই বড় ভূমিকা রেখেছে চেন্নাইয়ের বোলিং লাইন-আপ। তাই এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ। পাথিরানার ফেরা নিশ্চিত না হওয়ায় ফিজের ওপর প্রত্যাশার চেয়ে বাড়তি চাপ থাকবে।অন্যদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা, ঈশান কিষাণ, তিলক ভার্মা এবং সূর্যকুমাররা নিশ্চিতভাবেই ঝোড়ো আভাস দেবেন। ফিনিশার হিসেবে মোহাম্মদ নবি ও রোমারিও শেফার্ডও আছেন। বল হাতে জেরাল্ড কোয়েৎজে, জাসপ্রিত বুমরাহ তো থাকবেনই।