ipl 2024 ,KKR vs RCB and KKR won by 1 run

Kolkata Knight Riders) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হাইভোল্টেজ ম্যাচ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ওই ম্যাচটি ছিল নাটকীয়তায় পূর্ণ। পাশাপাশি, ওই ম্যাচের একদম শেষ পর্যন্তই দুই দলের সমর্থকদের মধ্যে টেনশনের চোরা স্রোত বজায় ছিল। ম্যাচটিতে টসে জিতে RCB অধিনায়ক ডু প্লেসি KKR-কে প্রথমে ব্যাট করতে পাঠান।এদিকে, ব্যাট হাতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলা শুরু করেন KKR-এর উইকেট রক্ষক ফিল সল্ট। মাত্র ১৪ বলে তিনি করে ফেলেন ৪৮ রান। তবে, এইদিন মাত্র ১০ রানে আউট হয়ে যান KKR-এর অন্যতম অলরাউন্ডার সুনীল নারিন। KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার এইদিন ৩৬ বলে ৫০ রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। এর পাশাপাশি রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল করেন যথাক্রমে ২৪ এবং ২৭ রান। এছাড়াও, শেষ মুহূর্তে মাত্র ৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন রমনদীপ সিং। আর এইভাবেই নির্ধারিত ২০ ওভারে ২২২ রান করে ফেলে KKR।এর জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি বিধ্বংসী ভাবে শুরু করলেও শেষ পর্যন্ত বিতর্কিতভাবে আউট হয়ে যান। যার পরিপ্রেক্ষিতে শুরু হয় তুমুল সমালোচনা। এমতাবস্থায়, মাত্র ৭ বলে ১৮ রানের ইনিংস খেলে মাঠ ছাড়তে হয় কোহলিকে। যদিও তারপরে, উইল জ্যাক্স ও রজত পাতিদার উভয়েই করেন হাফ সেঞ্চুরি। তবে, শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে যায় RCB-র। প্রভুদেশাই ২৪ রান, কার্তিক ২৫ রান করলেও এবং একদম শেষে করণ শর্মা ২০ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেও শেষ পর্যন্ত মাত্র ১ রানে ম্যাচটি জিতে যায় KKR।