ipl 2024, PBKS vs GT

গুজরাট টাইটান্সের পরিস্থিতিও এক। অধিনায়ক শুভমন গিল গত মরসুমে ব্যাট হাতে নায়ক হয়ে উঠেছিলেন। গত বারের আইপিএলে তিনটি সেঞ্চুরি সর্বাধিক রান ছিল গিলের দখলে। এ বার নেতৃত্বের বাড়তি চাপেই কি ব্যাটিংয়ে সমস্যায় পড়ছেন? এমনটা হতেই পারে। কয়েক ম্যাচে ঋদ্ধিমান সাহাকে পায়নি গুজরাট। গত ম্যাচে শুভমন-ঋদ্ধির পুরনো জুটি ফিরেছিল। তাতেও কোনও লাভ হয়নি।গোড়ায় গন্ডগোল। পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের ক্ষেত্রে পরিস্থিতি এমনই। প্রতিভার অভাব নেই। সম্ভাবনাও প্রচুর। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। যার ফলে চাপ পড়ছে মিডল ও লোয়ার অর্ডারে। ধারাবাহিকতা থাকছে না। মোহালির অদূরে মুল্লানপুরে আজ মুখোমুখি পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। নামে পঞ্জাবের হোম ম্যাচ। যদিও হোম ম্যাচের কোনও অ্যাডভান্টেজই দেখা যায়নি তাদের মধ্যে। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই মাঠেই হেরেছে পঞ্জাব। লড়াইটা হচ্ছে, জয়ের হাসি নয়।গুজরাট টাইটান্সের পরিস্থিতিও এক। অধিনায়ক শুভমন গিল গত মরসুমে ব্যাট হাতে নায়ক হয়ে উঠেছিলেন। গত বারের আইপিএলে তিনটি সেঞ্চুরি সর্বাধিক রান ছিল গিলের দখলে। এ বার নেতৃত্বের বাড়তি চাপেই কি ব্যাটিংয়ে সমস্যায় পড়ছেন? এমনটা হতেই পারে। কয়েক ম্যাচে ঋদ্ধিমান সাহাকে পায়নি গুজরাট। গত ম্যাচে শুভমন-ঋদ্ধির পুরনো জুটি ফিরেছিল। তাতেও কোনও লাভ হয়নি। টাইটান্স শিবিরে সবচেয়ে অস্বস্তির ডেভিড মিলারের রান না পাওয়া। চোটের জন্য কয়েক ম্যাচে পাওয়া যায়নি। গত ম্যাচে ফিরলেও ভরসা দিতে পারেননি।পঞ্জাব কিংসের ভরসা সেই মিডল ও লোয়ার অর্ডার। আরও ভালো করে বললে শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। এ মরসুমে বেশ কিছু ম্যাচ লাস্ট ওভারে হেরেছে পঞ্জাব কিংস। গত ম্যাচটিও। শুরুতেই পরপর উইকেট হারিয়ে জয়ের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে ফের জয়ের আশা তৈরি করেন আশুতোষ শর্মা। তবে দলকে জয়ের সীমানা পার করাতে পারেননি। ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হয়েছে। আজ দু-দলের ব্যাটিংয়েই নজরে টপ অর্ডার।