ipl,PBKS vs RR

Punjab Kings vs Rajasthan Royals পঞ্জাবের পরিস্থিতি অনেকটা উল্টো। এ মরসুমে তারা ধারাবাহিক নন। কঠিন ম্যাচ জিতেছে। আবার অনেক ম্যাচ জয়ের সামনে থেকে হার। গত ম্যাচটিই যেমন। শেষ দিকে অবিশ্বাস্য লড়াই করেন দুই তরুণ তুর্কি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। যদিও সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের সীমানা পেরোতে পারেনি। মাত্র ২ রানে হার পঞ্জাবের।দু-দল, দু-রকম পরিস্থিতি। ঘরের মাঠে আজ ফের নামছে পঞ্জাব কিংস। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। কয়েক দিন আগে অবধিও টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দিল ছিল রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচেও ৩৬ ওভার রাজস্থানের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। শেষ দিকে অবিশ্বাস্য ব্যাটিং রশিদ খানের। কার্যত রাজস্থানের মুখের গ্রাস কেড়ে নেন। ম্যাচ শেষে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন টার্নিং পয়েন্ট খুঁজে পাচ্ছিলেন না। এমনটা হওয়ারই কথা। শেষ দিকে ম্যাচ পুরোপুরি ঘুরে যাবে যেন প্রত্যাশা করেননি রাজস্থান অধিনায়ক।পাঁচ ম্যাচ পরেও রাজস্থান রয়্যালসের একটা চিন্তা কিন্তু থাকছেই। যশস্বী জয়সওয়ালের ফর্ম। গত আইপিএলে বিধ্বংসী পারফর্ম করেছিলেন এই তরুণ ওপেনার। যার সৌজন্যে জাতীয় দলেও জায়গা মেলে। আইপিএলের আগে টেস্ট সিরিজেও স্বপ্নের ফর্মে ছিলেন। এ বারের আইপিএলে এখনও ভরসা দিতে ব্যর্থ।