ipl,RCB vs MI and MI won by 7 wickets (27 balls left)

আরসিবি-মুম্বইয়ের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পল্টনরা। মুম্বই যেখানে ১৮টি ম্যাচ জিতেছে, সেখানে আরসিবির ১৪টি ম্যাচে জয় পেয়েছে।২৭ বল বাকি থাকতেই সাত উইতকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। অপরাজিত ২১ রানে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন হার্দিক। স্বপ্নের ফর্মে সূর্যকুমার যাদব। মাত্র ১৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন সূর্য। এটাই আইপিএলে বলের নিরিখে তাঁর দ্রুততম হাফসেঞ্চুরি। তড়তড়িয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে মুম্বই। ১৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৬৯/২।ফাইন লেগে উইল জ্যাকসের বলে নিজেকে কার্যত শূন্যে ভাসিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ নিয়ে রোহিত শর্মাকে ফেরালেন রিস টপলি। ১৩৯ রানে দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। রোহিতের সংগ্রহ ৩৮।১৭তম ওভারেই অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ডু প্লেসি। কিন্তু শেষ হাসি হাসলেন বুমরাই। ফুলটস বলে বড় শট হাঁকাতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি আরসিবি অধিনায়ক। লং অন থেকে ছুটে এসে দুরন্ত ক্যাচ ধরলেন টিম ডেভিড। ৬১ রানে শেষ হল ডু প্লেসির ইনিংস। ঠিক পরের বলেই বুমরার ঠিকানা লেখা ইয়র্কারের সামনে পরাস্ত হন মাহিপাল লোমরোরও। খাতা খোলার আগেই তিনি সাজঘরে ফেরেন। ১৭ ওভার শেষে আরসিবির স্কোর ১৫৪/৬।