ipl,MI vs RCB

Mumbai Indians vs Royal Challengers Bengaluru মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক, আরসিবির ফাফ ডুপ্লেসি। আকর্ষণের কেন্দ্রে অন্য দু-জন। গত ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ভারতের মাটিতেই। সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্টের মতো সেমিফাইনালেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। আজ তাঁরাই প্রতিপক্ষ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাও যেন বড় আকর্ষণ। দুই কিংবদন্তি প্রতিপক্ষ দলে।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-দলের লড়াই। ভিন্ন ক্যাপ্টেন। মুম্বইয়ের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। এ মরসুমেই রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করা হয়। হারের হ্যাটট্রিকের পর অবশেষে একটি জয়ের স্বাদ পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিস্থিতিও অনেকটা এক। মুম্বইয়ের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। পাঁচ ম্যাচে মাত্র ১টি জয়।মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক, আরসিবির ফাফ ডুপ্লেসি। আকর্ষণের কেন্দ্রে অন্য দু-জন। গত ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ভারতের মাটিতেই। সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্টের মতো সেমিফাইনালেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। আজ তাঁরাই প্রতিপক্ষ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাও যেন বড় আকর্ষণ। দুই কিংবদন্তি প্রতিপক্ষ দলে।