ipl,RCB vs SRH and SRH won by 25 run

আজ এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। যেখানে বড় স্কোর থেকে শুরু করে বোলিং সবকিছুরই নিদর্শন মিললো। তবে শেষমেষ আজও একটি হারের সম্মুখীন হতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru)। আইপিএল (IPL 2024) ইতিহাসের সর্বাধিক স্কোর ২৮৮ রান লক্ষ্য দিলেও, শেষমেষ মাত্র ২৫ রানে জয়লাভ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এই জয়ের সাথে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল অরেঞ্জ আর্মিরা। আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছিল আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। প্রথমে ব্যাট করতে নেমে আজ আবারও নতুন ইতিহাস রচনা করেছে অরেঞ্জ আর্মিরা। প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ২৭৭ রানের রেকর্ড ভেঙ্গে ২৮৭ রান করে তারা। যার মধ্যে ৪১ বলে ১০২ রান করেন ট্রাভিস হেড (Travis Head)। হেনরিখ ক্লাসেনও ব্যাট হাতে ৩১ বলে ৬৭ রান করেন। এছাড়া এইডেন মার্করামের ১৭ বলে ৩২ রান এবং আব্দুল সামাদের ১০ বলে ৩৭ রানের ভিত্তিতে এই বিরাট রানে পৌঁছায় তারা। আরসিবিকে জিততে হলে তুলতে হতো ২০ ওভারে ২৮৮ রান। যা তাড়া করতে নেমে প্রথম থেকেই বিধ্বংসী মনোভাব নিয়ে খেলতে শুরু করেন আরসিবির নিয়মিত ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ওপেনে নেমে পাওয়ারপ্লেতে ৭৯ রান করে এই জুটি। তবে পাওয়ারপ্লে শেষ হতেই সপ্তম ওভারে মায়াঙ্ক মারকান্ডের বলে মাত্র ২০ বলে ৪২ রান করে আউট হন বিরাট কোহলি। এরপর ফাফের সাথ দিতে ক্রিজে আসেন উইল জ্যাকস। শুরুটা তার দিক থেকে ভালো হলেও, দুর্ভাগ্যবশত ননস্ট্রাইকার প্রান্তে রান আউট হন তিনি৷ তবে তখনও নিজের উইকেট ধরে রেখেছিলেন ফাফ।