ipl 2024,DC vs KKR and KKR won by 7 wickets

Kolkata Knight Riders vs Delhi Capitals, Indian Premier League 2024: হাতের তালুর মতো চেনা ইডেন। অথ সেখান থেকেই খালি হাতে ফিরতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সোমবার দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল নাইট রাইডার্স। এদিন পন্তদের ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতা। দিল্লি থাকল ছয়ে। টসে জিতে ইডেনের ২২ গজে ব্যাট করে নেওয়ার সিদ্ধান্তটাই কি দিল্লি ক্যাপিটালসের জন্য বুমেরাং হয়ে গেল? এবার ইডেনের বাকি ম্যাচে ভুরি ভুরি রান উঠছে। তাও কেন টসে জিতে ঋষভ পন্ত ব্যাট করার সিদ্ধান্ত নিলেন, সেটাই সকলকে অবাক করেছে। বিশেষ করে চলতি আইপিএলে যেখানে সাধারণত টসে জিতলে, বেশির ভাগ দলই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে। তবে এদিন ইডেনের উইকেট তুলনায় অনেক মন্থর ছিল। সেই কারণ হয়তো পন্ত ভেবেছেন, পরবর্তীতে আরও মন্থর হয়ে উঠতে পারেন উইকেট। তাই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। তবে দিল্লির ব্যাটিং ব্যর্থতাই এদিন ডোবাল দিল্লিকে। কেকেআর বোলারদের দাপটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে দিল্লি। যে রান খুব সহজেই ৩ উইকেট হারিয়ে ২১ বল বাকি থাকতে করে ফেলে কেকেআর।