ipl 2024,LSG vs MI

২৪ মে আইপিএলের ষোড়শ আসরের এলিমিনেটর ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দু'দলই চোটের সমস্যা কাটিয়ে ২০২৩ আইপিএলের প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। লখনউ তাদের বিদেশের মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরানকে ভরসা করে রান তাড়া করলেও মুম্বইও কম নয়। তাদের তারকাখচিত ব্যাটিং ইউনিটই তাদের প্লে-অফে জায়গা পাওয়ার সবচেয়ে বড় কারণ। কাগজে-কলমে দু'দলই সমানে সমানে খেললেও তারকাদের দাপটের সুবাদে মুম্বই এগিয়ে থাকবে। চেন্নাইয়ের পিচ সম্ভবত স্লো। চলতি মরসুমে চেন্নাইয়ে প্রথম ইনিংসে গড় ১৬৭ রান। এই ভেন্যুতে শেষ লিগ ম্যাচে ১০ উইকেটের মধ্যে মাত্র ৪ উইকেট ছিল স্পিনের। দুই ইনিংসেই পাওয়ার প্লে পর্বে ৪ উইকেট শিকার করেন পেসাররা। রান তাড়া করার রীতি থাকলেও টসে জিতে প্রথমে ব্যাট করতে নামলে সুযোগ বাড়বে।