ipl 2024RCB vs GT and RCB won by 4 wicket

Royal Challengers Bengaluru vs Gujarat Titans: প্রথমে ব্যাট করে গুজরাট এদিন ১৪৭ রান করে। জবাবে ১৩.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ করে ফেলে আরসিবি। এদিনের জয়ের পর এক লাফে আইপিএলের পয়েন্ট তালিকায় ১০ থেকে সাত নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা।শনিবার নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে হারিয়ে বড় অক্সিজেন পেলেন বিরাট কোহলিরা। এই নিয়ে জয়ের হ্য়াটট্রিক করে, প্লে-অফের ইঁদুর দৌড়ে ফিরে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন প্রথমে ব্যাট করে গুজরাট ১৪৭ রান করে। জবাবে ১৩.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ করে ফেলে আরসিবি। এদিনের জয়ের পর এক লাফে আইপিএলের পয়েন্ট তালিকায় ১০ থেকে সাত নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা।শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায় গুজরাট টাইটান্স। মাত্র ১৯ রানের মধ্যেই তারা তিন উইকেট হারিয়ে বসে থাকে। দুই ওপেনার ঋদ্ধিমান সাহা (৭ বলে ১) এবং শুভমন গিলকে (৭ বলে ২) ফেরান মহম্মদ সিরাজ। তিনে ব্যাট করতে আসা সাই সুদর্শন (১৪ বলে ৬) আবার ক্যামেরন গ্রিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন। চতুর্থ উইকেটে শাহরুখ খান এবং ডেভিড মিলার মিলে কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন। তাঁরা ৬১ রান যোগও করেছিলেন। তবে ৩টি চার এবং ২টি ছক্কার সৌজন্যে ২০ বলে ৩০ করে আউট হয়ে যান মিলার। তাঁকে ফেরান করন শর্মা। শাহরুখ খান ২৪ বলে ৩৭ করে রানআউট হন। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার, একটি ছক্কায়।