icc 2024 match 35,AUS vs SCO and AUS won by 5 wickets (2 balls left)

AUS vs SCO T20 World Cup 2024: স্কটল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮০ রান তোলে স্কটল্যান্ড। জবাবে দু'বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া। চিরশত্রুর দাক্ষিণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দেওয়ার পরেই বিশ্বকাপের সুপার এইটে ইংরেজদের টিকিট নিশ্চিত হয়ে যায়। চারটি ম্যাচেই জিতে গ্রুপের শীর্ষে শেষ করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এবং স্কটল্যান্ড চারটি ম্যাচের শেষে পাঁচ পয়েন্টে আটকে থাকল। নেট রানরেট বেশি হওয়ার সুবাদে সুপার এইটে পৌঁছে গেলেন ইংরেজরা। সেইসঙ্গে চরম লজ্জার হাত থেকে রেহাই পেলেন। কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছিলেন। আর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে তাঁদের বাঁচালেন চিরশত্রু অজিরা। অথচ অস্ট্রেলিয়ার ইনিংসের অর্ধেক পথ পেরনোর পরও মনে হয়েছিল যে ‘ইটস কামিং হোম’-র জায়গায় ব্যাগপত্তর গুছিয়ে ইংরেজদের বলতে হবে যে ‘উই আর রিটার্নিং’। কারণ ১৮১ রানের পুঁজি রক্ষা করতে নেমে শুরুটা দুর্দান্ত করে স্কটল্যান্ড। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। তখন অজিদের স্কোরবোর্ডে মাত্র দু'রান উঠেছিল। তারপর ১০ ওভারে অজিদের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৭৪ রান। গ্লেন ম্যাক্সওয়েল আউট হওয়ার পরে তখন অজিদের ইনিংস টানতে থাকেন ট্র্যাভিস হেড এবং মার্ক স্টইনিস। তাঁদের জুটিতেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ৪৪ বলে ৮০ রান যোগ করেন হেড এবং স্টইনিস। ৪৯ বলে ৬৮ রান করেন হেড। ২৯ বলে ৫৯ রান করেন স্টইনিস। তাঁরাই খেলার মোড় ঘুরিয়ে দেন। ৮.২ ওভারে তিন উইকেটে ৬০ রান থেকে ১৫.৩ ওভারে তিন উইকেটে ১৪০ রানে পৌঁছে দেন। তারপর হেড আউট হয়ে গেলেও ততক্ষণে ম্যাচটা স্কটিশদের হাত থেকে কার্যত বেরিয়ে গিয়েছিল।