রায়ান বার্ল তখন মাত্রই ক্রিজে গিয়েছেন। চার উইকেট হারিয়ে রাজশাহী তখন সঙ্কটে। মোহাম্মাদ নাওয়াজের বল উড়িয়ে মারলেন বার্ল। হাসান মাহমুদ ডাইভ দিয়ে বল মুঠোয় নিলেও পরে গেল ফসকে। গড়িয়ে বল পেরিয়ে গেল সীমানা। ম্যাচটিও যেন তখনই বেরিয়ে গেল খুলনার কাছ থেকে।
দুই রানে আউট হওয়ার বদলে জীবন পেয়ে বার্ল খেললেন কার্যকর এক ইনিংস। ইয়াসির আলির সঙ্গে তার আগ্রাসী জুটিই অনেকটা গড়ে দিল ম্যাচের ভাগ্য। বার্ল পরে বল হাতে রাখলেন অবদান। টানা দুই হারের পর রাজশাহী পেল জয়ের দেখা।
টানা দুই জয়ে বিপিএল শুরু করা খুলনা টাইগার্স এই ম্যাচটি খেলতে নেমেছিল এক সপ্তাহের বিরতির পর। এই সময়টায় তাদের মোমেন্টামও যেন গেল হারিয়ে। দুর্বার রাজশাহী ম্যাচ জিতে নিল ২৮ রানে।