IND vs PAK,Champions Trophy Live: দুবাইতে কিং কোহলির ম্যাজিক। ১১১ বলে অপরাজিত ১০০ রান বিরাট কোহলির। পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত। ওয়ান ডেতে ৫১তম শতরান কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাক টু ব্যাক ম্যাচে জয় ভারতের। ম্যাচের সেরা হলেন বিরাট কোহলি
রোহিত শর্মা বললেন, ‘যেভাবে আমরা বোলিং করেছি, সেটা সাধুবাদযোগ্য। আমরা জানতাম রাতের দিকে ব্যাটিং করা একটু সহজ হবে। রান দেওয়া কমাতে কুলদীপ, জাদেজা, অক্ষরদের ওপর ভরসা করেছিলাম, ওরা ভালো বোলিং করেছে। রিজওয়ান আর শাকিল পার্টনারশিপ ড়ে তুলেছিল। হার্দিক, শামি, রানার কথা ভুললেও হবে না। কখনও কখনও হাতে ৬জন বোলার থাকায় তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়াটা একটু ট্রিকি হয়ে যায়, যে সেদিন কে ক্লিক করবে।। আজ অক্ষর আর কুলদীপ পারফরমেন্স করে দেখিয়েছে। বছরের পর বছর ধরে আমরা দেখেছি বিরাট কোহলি দেশের জন্য খেলতে পছন্দ করে। ও সব সময়ই খেলতে ভালোবাসে ’! রোহিতকে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন তিনি ঠিকঠাকই রয়েছেন। কোনও অসুবিধা নেই।