
দেড় বছর আগে যেখানে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল সেই মাঠে ম্যাচ শেষে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয়েছিল ভারত। সেই মাঠেই আবার দেড় বছর পর ফিরছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এবার লক্ষ্য ভিন্ন।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ় নিজেদের নামে করে ফেলেছে ভারতীয় দল। সিরিজ়ের শেষ ম্যাচে (IND vs ENG 3rd ODI) লক্ষ্য জস বাটলারের দলকে হোয়াইটওয়াশ করা। গত ম্যাচে কটকের ২২ গজে রোহিতের ব্যাটে সেই পুরনো ফর্ম দেখতে পাওয়া গিয়েছে। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন 'হিটম্য়ান'। ভারতও পরপর দুটো ওয়ান ডে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরে নিয়েছে।
আদতে নিয়মরক্ষার ম্য়াচও বলা চলে ভারতের জন্য। তবে টিম ইন্ডিয়া চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরুর আগে জয় দিয়েই দ্বিপাক্ষিক সিরিজ শেষ করতে। এদিকে কটকে ফর্মে ফেরার পর এবার আমদাবাদেও নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। একদিকে যেমন রোহিত আর ১৩ রান করলেই ওয়ান ডেতে ১১ হাজার রান পূরণ করবেন, তেমনই আর একটা সেঞ্চুরি আসলেই আন্তর্জাতিক ক্রিকেটে শতরানেক হাফসেঞ্চুরিও পূরণ হয়ে যাবে তাঁর। তাই এই ম্যাচে কিন্তু তাঁর দিকে নজর থাকবেই।
তবে রোহিত রান পেলেও গত ম্যাচে কোহলি রান পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তাই কোহলিও নিঃসন্দেহে এই ম্যাচের মাধ্যমে ফর্মে ফিরতে মরিয়া হবেন। সাফল্য আসে কি না, সেটাই দেখার।