
শুক্রবার পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে দিল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া সিরিজ জিতে নিল।
অনেকেই পূর্বাভাস করেছিলেন, ভারত বনাম ইংল্যান্ডের (India vs England T20 Preview) টি-২০ সিরিজে রানের ফোয়ারা দেখা যাবে। চার-ছক্কার বন্যা বইবে। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে তিন ম্যাচ পার। এখনও পর্যন্ত বড় রানের লড়াই হয়নি। তবে সিরিজে রোমাঞ্চের অভাবও হয়নি।
শুক্রবার যখন পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড, টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এগিয়ে। এবং ভারতের জয় মানেই সিরিজের ফয়সালা হয়ে যাবে।
আর সেই ম্যাচে জয়ের চাবিকাঠি রয়েছে দুই দলের বোলারদের হাতে। ভারতের স্পিন অস্ত্র ভয় ধরাচ্ছে। চার স্পিনারের অঙ্ক নিয়ে তৈরি থাকছে ভারত। অন্য দিকে ইংল্যান্ডের অস্ত্র গতির আগুন। মার্ক উড ও জোফ্রা আর্চার - দুই ইংরেজ পেসার ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতিতে বল করছেন। মাঝের ওভারে নজর কেড়ে নিচ্ছেন ব্রাইডন কার্স ও জেমি ওভার্টন।
অন্য দিকে, ভারত একজন করে প্রথম সারির পেসার খেলাচ্ছে। প্রথম দুই ম্যাচে খেলানো হয়েছিল অর্শদীপ সিংহকে। পরের ম্যাচে রাজকোটে খেলানো হয় মহম্মদ শামিকে। ২০২৩ সালের ১৯ নভেম্বর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর যিনি টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যাবর্তন ঘটালেন। তবে সব স্পিনারদেরই সুযোগ দিয়েছে ভারত। আর তাঁদের সামলাতে গিয়ে বেশ বিব্রত হতে হয়েছে ইংল্যান্ডকে। তারা সিরিজ বাঁচিয়ে রাখতে পেরেছে রাজকোটে আদিল রশিদের দুরন্ত স্পেলের জন্য। তাঁর লেগস্পিন সামলাতে অস্বস্তিতে পড়েছেন ভারতীয় ব্যাটাররা।
পুণের পিচ থেকেও স্পিনাররা বাড়তি সুযোগ পাবেন বলেই পূর্বাভাস। ফের কার্যকরী হয়ে উঠতে পারেন রশিদ। তবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন স্বপ্নের ফর্মে থাকা বরুণ চক্রবর্তী ও তাঁর সঙ্গীরা।