
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে গেল ভারত। ৮৪ রান করেন বিরাট কোহলি, মহম্মদ শামি নেন ৩ উইকেট। ম্যাচের সেরা বিরাট।
প্রথম অধিনায়ক হিসেবে ICC WTC ফাইনাল, ওডিআই বিশ্বকাপ ফাইনাল, টি২০ বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ ICCর চার ইভেন্টেই ফাইনালে ওঠার নজির গড়লেন রোহিত শর্মা।ম্যাচ শেষে রোহিত শর্মা বললেন- যতক্ষণ না শেষ বল হচ্ছে কোনও কিছুই নিশ্চিত নয়। ম্যাচের হাফ অবদি মনে হচ্ছিল এটা একটা ভালো স্কোর। এই পিচে ভালো শট খেলা কঠিন ছিল। ব্যাটিংয়ে আমরা ভালো করেছি। আমরা খুবই ধৈর্য ধরে ম্যাচে খেলেছি। নিউজিল্যান্ড ম্যাচের থেকে আজকের উইকেট ভালো ছিল। এখানে ভালো ক্রিকেট খেলতে হত। আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে, যার ফলে আমাদের ব্যাটিংয়ে ডেপথ বেড়েছে। আমি চেয়েছিলাম দলে ছয়টা বোলিং অপশন রাখতে সঙ্গে যাতে ব্যাটিংও অনেকটা দূর অবদি থাকে। শেষদিকে হার্দিকের শট গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ফাইনালের আগে দলের সবাইয়ের ফর্মে থাকা দরকার, আর আমাদের দলের সবাই মোটামুটি ফর্মে আছে, এটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। ফাইনালে যারাই আসুক, আমরা তৈরি। কয়েকদিন বিশ্রাম নিয়েই নেমে পড়ব প্রস্ততিতে