ipl 2025 match 3,MI vs CSK and CSK won by 4 wickets (5 balls left)
এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচে সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। চিপকে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। শেষমেশ দেড়শো টপকে থামে তারা। পালটা ব্যাট করতে নেমে শেষ ওভারে জয় তুলে নেয় চেন্নাই।
চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারানো কঠিন কাজ সন্দেহ নেই। তবে মুম্বই ইন্ডিয়ান্স বরাবর প্রমাণ করেছে যে, ধোনিদের চিপকে হারানো অসম্ভব নয়। আইপিএল ২০২৫-এর আগে পর্যন্ত এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোট ৯টি ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্স। ৬টি ম্যাচ জেতে এমআই এবং ৩টি ম্যাচে হারের মুখ দেখতে হয় তাদের। অর্থাৎ, অ্যাওয়ে ম্যাচেও এক্ষেত্রে পাল্লা ভারি ছিল মুম্বইয়ের। রবিবার ফের সেই চিপকে সিএসকের মুখোমুখি হয় মুম্বই। শেষ পর্যন্ত মুম্বই তাদের আধিপত্য বজায় রাখতে পারেনি। চেন্নাই নিজেদের দুর্গ মজবুত করে নেয়।