ipl 2025 match 7,SRH vs LSG and LSG won by 5 wickets (23 balls left)
লক্ষ্মীবারে উপ্পলে পয়েন্টের খাতা খুলতে পারবেন ঋষভ পন্থরা? লড়াইটা সহজ হবে না জানাই ছিল। কারণ প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। যারা বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে প্রবল চাপে ফেলে। কিন্তু কখনও কখনও তথাকথিত আন্ডারডগই যে বাজিমাত করে, তার আরও একটা উদাহরণ দেখা গেল। বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় অরেঞ্জ আর্মি আত্মবিশ্বাসী ছিল। তাদের সব ব্যাটারই ছন্দে। কিন্তু সেই বিধ্বংসী লাইন আপকেই ১৯০ রানে আটকে রাখে লখনউ। চার উইকেট নেন সদ্য দল পাওয়া শার্দূল ঠাকুর। মার্শ-পুরানের অনবদ্য ইনিংস। ৫ উইকেটের বিশাল জয় সুপার জায়ান্টসের