ipl 2025 match 8,RCB vs CSK and RCB won by 50 runs
দুর্দান্ত ম্যাচ! বলা যায় না। একপেশে জয় আরসিবির। ১৮তম আইপিএলে (IPL) শুভ শুরুয়াত হয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru)। চিপকে মুখোমুখি হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা। দক্ষিণী ডার্বির পারদ মাঠের বাইরেও ছড়িয়েছে। ২২ গজে যখন মুখোমুখি হয় চেন্নাই ও বেঙ্গালুরু, একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু এ বার সেটা হল না। চেন্নাইয়ের একাধিক ক্যাচ মিস, আরসিবির দুর্দান্ত বোলিং। চেন্নাইয়ের গ্যালারির প্রাপ্তি মাহির ব্যাটিং। ৫০ রানের বিশাল জয় আরসিবির। টানা দ্বিতীয় ম্যাচে জিতল রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি। ব্যাট হাতে নজর কাড়লেন বিরাটও।