ipl, SRH vs MI

হার্দিকের কাছে সুযোগ ছিল, সব সমালোচনার জবাব দেওয়ার। নিজের ভুলেই তা পারেননি। গুজরাট টাইটান্স তাঁর চেনা টিম। তাদের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই রাশ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের হাতেই। তবে ক্যাপ্টেন হার্দিকের সিদ্ধান্ত অস্বস্তিতে ফেলার মতোই। টিমে জসপ্রীত বুমরার মতো বোলার থাকতে হার্দিক নিজে বোলিং ওপেন করেন।পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শুরু হয়েছে হার দিয়ে। আজ আরও একটা অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ দু-দলই মরসুমের প্রথম জয়ের খোঁজে। মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ যতটা না বেশি সানরাইজার্স, তার চেয়েও বেশি নিজেরাই। প্রথম ম্যাচেই এমন উদাহরণ তৈরি করেছে। অন্য দিকে, ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ মুহূর্ত অবধি লড়াই করেও খালি হাতে ফিরতে হয়েছে হায়দরাবাদকে। আজ বেশ কিছু বিষয়ে নজর থাকবে।প্রথম যে বিষয়ে নজর, হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি।এ বার মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেডিংয়ে ফিরেছেন হার্দিক পান্ডিয়া।