ipl,SRH vs MI and SRH WON BY 31 run

SRH vs MI: IPL-এ সর্বোচ্চ স্কোরের ইতিহাস, ৩১ রানে হার্দিকদের হারাল হায়দরাবাদ, নিজেদের সর্বোচ্চ স্কোর করেও হার মুম্বইয়ের প্রথমে ২৭৭ রান করে ইতিহাস লেখে সানরাইজার্স হায়দরাবাদ। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স করে ২৪৬। এদিনের টি২০ ম্যাচে উঠল মোট ৫২৩ রান। কারও শতরান ছাড়াই। টি২০-এর ইতিহাসে ৫২৩ রানের নজির দ্বিতীয়টি নেই। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৫১৭ রান উঠেছিল। সেই নজিরই ভেঙে গেল।মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পরপর দুই ম্যাচে হার। নিজেও ভালো পারফরম্যান্স করতে পারছেন না হার্দিক পান্ডিয়া। তবে এদিন মুম্বই লড়াই করেছে। কিন্তু হায়দরাবাদ এত বেশি রান করে ফেলেছিল যে, সেই লক্ষ্যে শেষ শেষ পর্যন্ত আর পৌঁছতে পারেনি তারা। ২০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান করে মুম্বই। যা আইপিএলে তাদের নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর। তবু ৩১ রানে তাদের হারতে হল। এদিকে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নজিরও তৈরি হল এদিনের ম্যাচে। হায়দরাবাদে ম্যাচের ২০+২০, মোট ৪০ ওভারে ৩৮টি ছক্কার মারার নজির তৈরি হয়েছে। যা আইপিএলের ইতিহাসে তো বটেই, পুরো বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও সর্বোচ্চ। তবে এদিনের ম্যাচে শেষ হাসি হেসে পয়েন্টের খাতা খুলল হায়দরাবাদ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এল হায়দরাবাদ। মুম্বই ২ ম্যাচ খেলে ফেলেও, শূন্য পয়েন্ট নিয়ে লিগ টেবলের নয়ে গড়াগড়ি খাচ্ছে। ৩১ রানে হারল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন মুম্বই নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান করে। ২২ বলে ৪২ করে অপরাজিত থাকেন টিম ডেভিড। ৬ বলে অপরাজিত ১৫ করেন রোমারিও শেফার্ড। যা আইপিএলে তাদের নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই ৯ উইকেটে ২৩৫ রান করেছিল। সেই নজির এদিন মুম্বই ছাপিয়ে গেলেও, ম্যাচ জিততে পারল না। এই নিয়ে আইপিএলে পরপর দুই ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব শুরুটা বেশ খারাপই হল এমআই-এর।১৮তম ওভারের শেষ বলে নিজের উইকেট হারিয়ে বসে থাকল হার্দিক পান্ডিয়া।শেষে ৪ উইকেটে ২১০ রান মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিকের সংগ্রহ ১৮ বলে ২৩ রান।অর্থাৎ ২০২৪ আইপিএলের শুরুটা মোটেও ভাল হয়নি হার্দিকের। এখন দেখার, দ্বিতীয় ম্যাচে দলকে জয়ে ফেরাতে পারেন কি না হার্দিক!