ipl 2024 ,DC vs MI

বোলারদের দক্ষতা কমছে, নাকি ব্যাটারদের দক্ষতা বাড়ছে! এমন নানা প্রশ্ন উঠতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেট ব্যাটারদের খেলায় পরিণত হলেও অনেক ম্যাচের রং বদলে দেন বোলাররাই। দিল্লিতে আজ এমনই কয়েকজন বোলারের দিকে বাড়তি নজর থাকবে। আইপিএলে আজ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লি ক্যাপিটালসের সামনে মুম্বই ইন্ডিয়ান্স।কতটা রান সুরক্ষিত! একটা সময় টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ রান তুললে টিম স্বস্তিতে থাকত। জানতো, বড় কোনও অঘটন না হলে ম্যাচ জেতা প্রায় নিশ্চিত। সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টেছে। এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দেখিয়ে দিয়েছে, ২০০ রান কিছুই নয়। তবে শুক্রবারের ইডেন গার্ডেন্সে যা হল! এরপর কোনও টিম ৩০০ করেও ম্যাচ জেতার বিষয়ে কত শতাংশ আত্মবিশ্বাসী থাকতে পারবে, এ নিয়ে সন্দেহ থাকেই।দিল্লি ক্যাপিটালস খুব ভালো জায়গায় রয়েছে তা নয়। ধারাবাহিক না হলেও যখনই সমস্যায় পড়েছে, দ্রুত ঘুরেও দাঁড়িয়েছে। ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে লড়াই করেও হার। গত ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের জয়ে মূল্যবান দু-পয়েন্ট ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দিয়েছিল দিল্লি। বিধ্বংসী ইনিংসে মর্যাদা দিয়েছেন অক্ষর। সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং। আর বোলিংয়ের ক্ষেত্রে দিল্লির তুরুপের তাস বাঁ হাতি চায়নাম্যান কুলদীপ যাদব। গত ম্যাচে নজর কেড়েছেন ইমপ্যাক্ট হিসেবে নামা তরুণ মিডিয়াম পেসার রশিক সালামও। একদিকে দুর্দান্ত ক্যাপ্টেন্সি, অন্যদিকে ব্যাটার পন্থের কামব্যাক। সব দিক থেকে এই ম্যাচে আত্মবিশ্বাসী থাকতেই পারে দিল্লি ক্যাপিটালস শিবির। সামনে যতই পাঁচ বারের চ্যাম্পিয়ন হোক না কেন। আসল তো টিম গেম! দিল্লির ইতিবাচক দিক সেটাই।