ipl 2024,DC vs MI vs DC won by 10 run

ঠিক কতটা রান নিরাপদ আইপিএলে? প্রতিটা দলই এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে চলতি মরশুমে। ২৬১ রান করেও হেরেছে কেকেআর। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে ২৫৭ রান তুলেও বোধহয় স্বস্তির হাসি হাসতে পারেননি দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক। শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি পেলেন ঋষভ পন্থরা। মুম্বইকে ১০ রানে হারিয়ে ম্যাচ জিতে নিল তারা। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক। দিল্লির তপ্ত দুপুরে ব্যাটে আগুন ছোটালেন দিল্লির ওপেনার ফ্রেসার ম্যাকগুর্ক। ম্যাচের প্রথম ওভারেই লুক উডের বলে ১৯ রান নেন অজি ব্যাটার। হার্দিকের ওভারে নিলেন ২০। একটা সময় মনে হচ্ছিল, আইপিএলে সবচেয়ে দ্রুততম শতরান করে ফেলবেন ফ্রেসার। ১৫ বলে ৫০ রানও করে ফেলেন। কিন্তু শেষ পর্যন্ত ২৭ বলে ৮৪ রান করে থেমে গেলেন। তাঁর দাপটে এক সময় ব্যাটের সুযোগই পাচ্ছিলেন না অভিষেক পোড়েল। সুযোগ পেতেই ৩৬ রান করলেন বাংলার ব্যাটার। দুই ওপেনার আউট হয়ে গেলেও রানের গতি থামেনি। নতুন ব্যাটার নেমেই রুদ্রমূর্তি ধারণ করতে শুরু করেন। শাই হোপ (৪১), ঋষভ পন্থরা (২৯) মুম্বই বোলিংয়ের কোমরটাই ভেঙে দিলেন। শেষ বেলায় ত্রিস্তান স্টাবসের ২৫ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে অনায়াসে ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় দিল্লি।