ipl 2025 match 1 ,KKR vs RCB and RCB won by 7 wickets (22 balls left)
২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৭ উইকেটে হারিয়ে দিল। এই হারের পর কেকেআর সমর্থকরা ইতিমধ্যে হতাশায় ভেঙে পড়েছেন।
RCB vs KKR: ১৭ বছর পর শাপমোচন, আইপিএল ওপেনারে বিরাট ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর
আরসিবি অধিনায়ক রজত পতিদার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে ব্যাট করতে নেমনে কেকেআর ব্রিগেড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। অধিনায়ক অজিঙ্কা রাহানে ৫৬ রান করেন। অন্য়দিকে, সুনীল নারিন করেন ৪৪ রান। বল হাতে আরসিবি-র হয়ে তিনটে উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া। অন্যদিকে, জস হ্যাজেলউড ২ উইকেট শিকার করেছেন।
Virat Kohli Half Century: রাজার মেজাজে ব্যাটিং কোহলির, বিধ্বংসী হাফসেঞ্চুরি ইডেন গার্ডেন্সে
টার্গেট তাড়া করতে নেমে আরসিবি অবশ্য বিরাট কোহলি এবং ফিল সল্টের উপর ভর করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। ওপেনিং জুটিতে এই দুই ব্যাটারই দুর্দান্ত পারফরম্যান্স করেন। প্রথম উইকেটে ৯৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সল্ট ৫৬ রান করে আউট হয়ে গেলেও বিরাট শেষপর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। কলকাতার হয়ে বৈভব অরোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট শিকার করেছেন।