ipl 2024,PBKS vs KKR

লিগের নয় নম্বরে থাকা একটা টিম। পাঞ্জাব যদি এদিন হেরে যায়, প্লে-অফের স্বপ্ন এখানেই শেষ। তারপরেও যার চার-ছয় দেখতে তবু ভালো লাগত, সেই পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানও খেলছেন না। দু’দিন ধরে নেট করেছেন ইডেনে। মনে করা হচ্ছিল, কাঁধের চোট সারিয়ে এবার হয়তো ফিরবেন। কোথায় কী! বৃহস্পতিবার বিকেলে পাঞ্জাব টিমের স্পিনিং কোচ সুনীল যোশী বলে গেলেন, ‘শিখর আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। প্র্যাক্টিসও শুরু করেছে। কিন্তু, কেকেআরের বিরুদ্ধে ও নেই। পরের ম্যাচ থেকে মাঠে ফিরবে।সেই সঙ্গে জুড়লেন, ‘এটা ঠিক যে শিখরের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি।’ তারপরেও রাত আটটা নাগাদ আন্দ্রে রাসেলদের টিম বাস ঘিরে কেকেআর সমর্থকদের তুমুল চিৎকার। নবদ্বীপের ভক্ত বেগুনি পতাকা উড়িয়ে টানা শাঁখ বাজিয়ে রোজের মতোই মাতোয়ারা করে দিচ্ছিলেন ক্রিকেটারদের।