icc 2024 match 14,AFG vs NZ and AFG won by 84 runs

Afghanistan beats New Zealand: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৮৪ রানে ধ্বংস করে দিল আফগানিস্তান। যা আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও ফর্ম্যাটে কিউয়িদের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম জয়। আর সেই ম্যাচের সেরা হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রহমানউল্লাহ গুরবাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করল আফগানিস্তান। গায়ানায় ৮৪ রানে নিউজিল্যান্ডকে ধ্বংস করে দিলেন রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজরা। আর সেই জয়ের ফলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের বিশ্বকাপে এই প্রথমবার নিউজিল্যান্ডকে হারানোর স্বাদ পেল আফগানিস্তান। শুধু তাই নয়, পুরুষদের সিনিয়র পর্যায়ের ক্রিকেটে এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচে কিউয়িদের হারালেন আফগানরা। আজ প্রথমে ব্যাট করে আফগানরা ছয় উইকেটে ১৫৯ রান তোলেন। জবাবে ১৫.২ ওভারে ৭৫ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। চারটি করে উইকেট পান ফজলহক ফারুকি এবং রশিদ। দুটি উইকেট নেন মহম্মদ নবি। আর ম্যাচের সেরা নির্বাচিত হন গুরবাজ।তবে নিউজিল্যান্ডের সেই ঐতিহাসিক জয়ের ভিত্তিপ্রস্তরটা তৈরি করে দেন ফারুকি। ১৫৯ রানের পুঁজি রক্ষা করতে প্রথম বলেই নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের লেগ স্টাম্প ছিটকে দেন। কিউয়িরা সেই ধাক্কা সামলে ওঠার আগেই ডেভন কনওয়ে এবং ডারিল মিচেলকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন ফারুকি। সেখানেই নিউজিল্যান্ডের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যায়। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেননি কিউয়িরা। পাওয়ার প্লে'র শেষে ৩৩ রানে তিন উইকেটে ধুঁকতে থাকেন।