ipl,CSK vs SRH and SRH won by 6 wickets (11 balls left)

জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সানরাইজার্স ব্যাটাররা। ৩.৩ ওভারেই ৫০ রান এসে যায়। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৭৮। ১০০ রান এসে যায় নবম ওভারের পঞ্চম বলেই। তিনটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ১২ বলে ৩৭ রান করেন ওপেনার অভিষেক শর্মা। তিনটি চার ও একটি ছয় দিয়ে সাজানো অপর ওপেনার ট্রাভিস হেডের ২৪ বলে ৩১ রানের ইনিংস। হেড নামেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫০ রান করেন এইডেন মার্করাম। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ বল হাতে ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৮ রান করলেন ১৯ বল খেলে। চার উইকেট হারিয়ে শেষমেশ ১৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স। ছক্কা মেরে ম্যাচ জেতান নীতীশ কুমার রেড্ডি। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তিনি। নীতীশ এদিন রিভার্স স্যুইপ করে রবীন্দ্র জাদেজার বলে চারও মারেন। হেইনরিখ ক্লাসেন ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন। মঈন আলি ২টি এবং দীপক চাহার ও মাহিশ থিকশানা ১টি করে উইকেট নেন।