পিঁপড়া ও পতঙ্গ

পিঁপড়া ও পতঙ্গ 


পিঁপড়ে সারাটা গ্রীষ্মকাল খামারে ঘুরে ঘুরে খাবার সংগ্রহে বান্ত।একটি পতঙ্গ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল। সবাই যখন ছুটি উপভোগ করছে তখন তুমি কেন ভাই এত ব্যস্ত হয়ে ছোটাছুটি করছ? পিঁপড়ে কিছুই বলল না। সে নিজের কাজ করে যেতে লাগল। গ্রীষ্ম শেষ, শীত এলো ঘনিয়ে। শীতে কাঁপতে কাঁপতে পতল বেরিয়েছে খাবারের সন্ধানে। খিদের জ্বালায় প্রাণ তার যায় যায়। কোথাও কিছু না পেয়ে সে এলো পিঁপড়ের কাছে খাবার চাইতে। পিপড়ে তখন বলল: আমার মতো তোমারও ছুটির সময় খাবার জোগাড় করে রাখা উচিত ছিল। তোমাকে তাহলে এখন আর খাবার ভিক্ষা চাইতে আমার কাছে আসতে হতো না।